Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহিদদের স্মরণে জবি শিবিরের দোয়া মাহফিল

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:৫০ পিএম


প্রতিষ্ঠাবার্ষিকীতে শহিদদের স্মরণে জবি শিবিরের দোয়া মাহফিল

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

বৃহস্পতিবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ইতিহাস বিভাগের অধ্যাপক বেলাল হোসাইন বলেন, বাঙালির বিগত দেড় হাজার বছরের ইতিহাসে আমরা দেখি বাঙালি জাতি কখনো পরাধীনতাকে মেনে নেয় না। আমরা এর চাক্ষুষ সাক্ষ্য দেখেছি গত কিছুদিন আগে একটা ফ্যাসিবাদী সরকারকে দেশছাড়া করেছে ছাত্র জনতা।

শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাত্র ৬ জন ভাইকে নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, যা এখন লক্ষ লক্ষ ছাত্রদের মাঝে পৌঁছে গেছে। ইসলামি ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এই পথচলা সহজ ছিল না। আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছেন, অসংখ্য ভাই পঙ্গুত্ব বরণ করেছেন। জুলাই বিপ্লবেও অনেক ভাই শহিদ হয়েছেন। অনেকেই নিজেদের ক্যাম্পাস জীবন শেষ করতে পারে নি জুলুম নির্যাতনের কারণে।

বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ইএইচ

Link copied!