Amar Sangbad
ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫,

ইমাম নিয়োগে অব্যবস্থাপনায় প্রশাসনিক ভবন অবরোধের আল্টিমেটাম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০১:২৬ পিএম


ইমাম নিয়োগে অব্যবস্থাপনায় প্রশাসনিক ভবন অবরোধের আল্টিমেটাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইমাম নিয়োগে অব্যবস্থাপনার অভিযোগে প্রশাসনিক ভবন অবরোধের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাযের পর জয় বাংলা চত্বরে সাধারণ শিক্ষার্থীরা ইমাম নিয়োগের প্রক্রিয়া নিয়ে আপত্তি প্রকাশ করে দ্রুত যোগ্য ইমাম নিয়োগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এর আগে ১৯ জানুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বরাবর ইমাম নিয়োগের দাবিতে গণসাক্ষর ও স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে ৫ দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা বলেন, ইমাম নিয়োগে স্বচ্ছতা ছিল না। ২০০ জনের বেশি প্রার্থী থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৭৬ জনের পরীক্ষা নেওয়ার আসন ব্যবস্থা করে। অনেক পরীক্ষার্থীকে নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে জানানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় ছাত্র প্রতিনিধি রাখার দাবি করা হলেও সে দাবি রাখা হয়নি।  

এসময় শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে যোগ্য ও সৎ ইমাম নিয়োগের দাবিসহ ৫ দফা দাবিতে আরও বলেন, ইমাম নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হতে হবে, বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে, নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে এবং দাবি মেনে নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।

আরএস
 

Link copied!