জাবি প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৫:১৭ পিএম
জাবি প্রতিনিধি:
ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৫:১৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথমদিনে নিরাপত্তা, ভ্রাম্যমাণ দোকান ও মূল্য নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে জাবি প্রশাসন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিনে ভ্রাম্যমাণ দোকান অভিযান, অযাচিত বই-শিটের দোকান অভিযান, মূল্য নিয়ন্ত্রণ অভিযানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অযাচিত দোকান বিড়ম্বনা ও উচ্চমূল্য নিয়ন্ত্রণে প্রশংসিত ভূমিকা পালন করতে দেখা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
সরেজমিনে দেখা যায়, ভ্রাম্যমাণ দোকান অভিযানে কয়েকটি ফাস্টফুডের দোকান ও রেস্টুরেন্টে বিনা মূল্য তালিকায় পণ্য বিক্রয় ও উচ্চমূল্য পরিলক্ষিত হলে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে জরিমানা করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন `মামা-ভাগিনার রেস্টুরেন্ট` নামের একটি হোটেলে সরেজমিনে দেখা যায় গরুর মাংসের দাম রাখা হচ্ছে ১৫০ টাকা, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত দাম ১২০ টাকা। রুই মাছের নির্ধারিত দাম ৫০ টাকা হলেও বিক্রয় হচ্ছে ২০০ টাকায়। এসময় উচ্চমূল্যে পণ্য বিক্রয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে উক্ত হোটেলকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার বাংলার স্বাদ রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও নূরজাহান হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কনজ্যুমার ইয়্যুথ বাংলাদেশ জাবি শাখার সাংগঠনিক সম্পাদক হুসনী মোবারক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করে থাকে। প্রতিবার ভর্তি পরীক্ষার সময় দোকানগুলোতে দূর দুরন্ত থেকে আসা ভর্তি উচ্চ শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ পাওয়া যায়। তারই প্রেক্ষিতে মূল্য নিয়ন্ত্রণের জন্য আমাদের এই অভিযান। সিওয়াইবির এই ধরনের অভিযান ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিনিয়ত চালু থাকবে। সি ওয়াই বি ভর্তি পরীক্ষার্থীদের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণের সর্বদা বদ্ধপরিকর।
বিআরইউ