জাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১২:৩৫ পিএম
জাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১২:৩৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথমদিনে ব্যাপক যানজটের কারণে পরীক্ষা দিতে পারেনি অনেক শিক্ষার্থী। তারই প্রেক্ষিতে যানজট এড়াতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন থেকে যানজট নিরসনে সমন্বয় করছে সেনাবাহিনী।
সোমবার ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে সেনাবাহিনীকে।
ভর্তি পরীক্ষার প্রথমদিনে সরেজমিনে দেখা যায়, ঢাকা আরিচা মহাসড়কে যথাযথ ব্যবস্থাপনা না থাকায় ব্যাপক যানজটের মুখে পড়ে ভর্তি পরীক্ষার্থীরা। যানজটের কারণে পরীক্ষা দিতে পারেনি শতাধিক শিক্ষার্থী। অনেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে পরীক্ষা শুরুর ১৫-২০ মিনিট পর।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা যথাযথ সময়ে বাসা থেকে বের হলেও যানজটের কারণে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারেনি। তারই প্রেক্ষিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে যানজট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করতে দেখা গেছে সেনাবাহিনীকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, গতকাল যানজটের কারণে পরিক্ষার্থীদের অনেক সমস্যায় পড়তে হয়েছে যেটা দুঃখজনক। গতকাল থেকেই পুলিশ সদস্যরা কাজ করছে। আজ আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছি তারা যাতে যানজট নিরসনে কাজ করেন। যাতে পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন।
সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা বলেন, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা শাখার প্রধান আমাদের সাথে যোগাযোগ করেন। যানজটের কারণে ভর্তি পরিক্ষার্থীদের যাতে সমস্যা না হয় এইজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি মহাসড়কে।
ইএইচ