Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫,

জাবির ‘ডি‍‍’ ইউনিটের ফলাফল প্রকাশ আগামীকাল

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৫:২৯ পিএম


জাবির ‘ডি‍‍’ ইউনিটের ফলাফল প্রকাশ আগামীকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল মঙ্গলবার।

সোমবার জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাফরুহী সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

বলেন, বিগত দুইদিন ধরে চলমান জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেয়া হবে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি (রোববার) জীববিজ্ঞান অনুষদের ভর্তিচ্ছু মেয়ে শিক্ষার্থীদের এবং আজ ১০ ফেব্রুয়ারি (সোমবার) ভর্তিচ্ছু ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৮২ শতাংশ এবং ছেলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ৮৬ শতাংশ। আসন প্রতি প্রতিযোগিতা করছেন ২৮০ জন।

ইএইচ

Link copied!