Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

ঢাবি হাওরের নেতৃত্বে দেলোয়ার-রুবায়েত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:৫৩ পিএম


ঢাবি হাওরের নেতৃত্বে দেলোয়ার-রুবায়েত

ঢাবির কিশোরগঞ্জস্থ ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের (হাওর) নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে মতবিনিময় ও বার-বি-কিউ অনুষ্ঠানের পর কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নবনিযুক্ত সভাপতি দেলোয়ার হোসেন (আরবি) এবং সাধারণ সম্পাদক মো. রুবায়েত হাসান রাব্বি (আইএইচসি)। তারা উভয়ে ২০-২১ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘আমি মনে করি  এটি শুধু একটি সংগঠনই নয় বরং এটি একটি পরিবার। পরিবারের একজন সদস্য বিপদে পড়লে যেমন সবাই সেবা ও সহযোগিতা করে ঠিক তেমনি এই সংগঠনের কেউ বিপদে পড়লে আমরা সেবা ও সহযোগিতা করতে বদ্ধপরিকর। বিশেষ করে হাওর এলাকায় কীভাবে আরও শিক্ষা সচেতনতা তৈরি করা যায় তা নিয়ে কাজ করবো।  সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।

সাধারণ সম্পাদক মো. রুবায়েত হাসান রাব্বি বলেন, আমার কাছে হাওর শুধুমাত্র একটি সংগঠনই নয় এটি একটি আবেগের জায়গা ও বটে। কিশোরগঞ্জের হাওর উপজেলাত্রয়ের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ছাত্র-ছাত্রীদের কাছে এটি একটি ভরসার জায়গা।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জয় আহমেদ সানি (ক্রিমিনোলজি২০-২১)।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করায় জন্য শীঘ্রই কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছে সাধারণ সম্পাদক।

কমিটি ঘোষণা করার সময় সাবেক সভাপতি রাহুল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেন রাজসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!