Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫,

ফিশারিজ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন টাইগার সার্ক

পবিপ্রবি প্রতিনিধি:

পবিপ্রবি প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১১:৫২ এএম


ফিশারিজ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন টাইগার সার্ক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ প্রিমিয়ার লিগ ২০২৫ ক্রিকেট এর চ্যাম্পিয়ন হয়েছে এফএসটি টাইগার সার্ক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে মুখোমুখি হয় টাইগার সার্ক ও উলফ ফিশ ওয়ারিয়স।

টসে জিতে ব্যাটিং নিয়ে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে টাইগার সার্ক। দলীয় সর্বোচ্চ রান (৫৫ ) করেন ইফতি। ১১৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯০ রান করে উলফ ফিশ ওয়ারিয়স। এতে ২৫ রানের জয়ের শিরোপা ঘরে তুলে টাইগার সার্ক। ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে মাশুক আহমেদ শিমুল (ইফতি) । ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট ( ১৭ ) শিকারী হয়েছে সায়েম।

উল্লেখ্য, ফিশারিজ প্রিমিয়ার লিগের ৫ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়  মাৎস্যবিজ্ঞান অনুষদের এই ঘরোয়া লীগ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে অধ্যাপক ড. সাজেদুল হক, সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান এবং সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট শিকারী সায়েম বলেন, "গ্রুপ পর্বের প্রথম ম্যাচ আমরা হার দিয়ে শুরু করি। এরপরে আমরা দারুনভাবে ঘুরে দাঁড়াই এবং পরবর্তী সব ম্যাচ এ আনবিটেন থেকে চ্যম্পিয়ান হই। দলের চ্যম্পিয়ান হওয়ার পিছনে আমি ক্ষুদ্র অবদান রাখতে পেরে খুব আনন্দিত।"

বিআরইউ

Link copied!