জবি প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৪৯ পিএম
জবি প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৪৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ (বি ইউনিট) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পঞ্চাশোর্ধ মো. তাওহিদুর রহমান তাকু। আজ শনিবার অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় তাকে পরীক্ষা দিতে দেখা যায়।
তাওহিদুর রহমান তাকুর চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। মুখে ছোপ ছোপ দাঁড়ি, মাথায় তেমন চুল নেই। বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর কক্ষে তার আসন নির্ধারিত হয়।
তাকু জানান, তিনি এনায়েতপুর দাখিল মাদ্রাসা, নওগাঁ থেকে দাখিল এবং গয়রা তেতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তার পড়াশোনায় দীর্ঘ বিরতি পড়ে যায়।
তিনি বলেন, "আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম। পুরোপুরি সুস্থ না হলেও ২০১৪-১৫ সালের দিকে মোটামুটি সুস্থ হয়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকি। ২০১৬ সালে পরীক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু পরীক্ষা না দেওয়ায় আমাকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। পরে পরিবার আমাকে ফিরিয়ে আনলে ২০১৯ সালে আবার পড়াশোনা শুরু করি। আমি নিয়মিত শিক্ষার্থীদের সাথেই কাগজপত্র তুলেছি এবং তাদের সাথেই পরীক্ষায় অংশ নিয়েছি।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, "শুনেছি একজন বয়স্ক ব্যক্তি ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। নিয়ম অনুযায়ী তিনি পরীক্ষা দিতে পারবেন।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, "ঘটনাটি আমাদের নজরে এসেছে। তিনি বি ইউনিটে পরীক্ষা দিয়েছেন। কোনো অনিয়ম হয়েছে কি না, তা আমরা পর্যালোচনা করব।"
বিআরইউ