জাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০২:৪৮ পিএম
জাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০২:৪৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহিদ তাজউদ্দীন আহমদ হলের লিফটে সিগারেট নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় ৪৮ ব্যাচের শিক্ষার্থীকে মারধর এবং শিবির ট্যাগ দেয়ার অভিযোগ উঠেছে ৪৯ ব্যাচের শিক্ষার্থী পারভেজ মোশাররফের বিরুদ্ধে। অভিযুক্ত পারভেজ মোশাররফ জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ হলের ৪র্থ তলায় লিফট থেকে বের হওয়ার সময় লোক প্রশাসন ৪৮ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় দেখতে পান মাইক্রোবায়োলজি ৪৯ ব্যাচের শিক্ষার্থী পারভেজ মোশাররফের সিগারেট হাতে হলের লিফটে প্রবেশ করছেন।
জ্বলন্ত সিগারেটসহ লিফটে ওঠায় নিষেধাজ্ঞা থাকায় নাইমুর রহমান তাকে বাধা দিলে পারভেজ গায়ে হাত তুলে মারধর করেন এবং শিবির ট্যাগ দিয়ে হত্যার হুমকিও দেন।
অভিযোগকারী নাইমুর রহমান দুর্জয় বলেন, হলের লিফটে সিগারেট নিয়ে ঢুকা সম্পূর্ণ নিষেধ। এজন্য আমি তাকে সিগারেট হাতে লিফটে যেতে বারণ করলে সে আমাকে মারধর করে। শিবির ট্যাগ দিয়ে হলের ভেতরেই মেরে ফেলার হুমকি দেয়। আমি এখন নিজেকে অনিরাপদ মনে করছি। আমি এ ঘটনার যথাযথ শাস্তি ও নিরাপত্তা চাই।
অভিযুক্ত পারভেজ মোশাররফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে পরে কথা বলব। এখন একটু ব্যস্ত আছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম।
কখন কথা বলবেন জানতে চাইলে তিনি বলেন, আজ রাতে অথবা আগামীকাল আমি আপনাকে কল দিব। যেহেতু অভিযোগ এসেছে সেহেতু আমি কথা বলব।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, আমি বিষয়টি এইমাত্রই জানলাম। আমি খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। নতুন বাংলাদেশে ছাত্রলীগ কায়দার রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেকোনো অন্যায়ের বিরুদ্ধে অতীতের ন্যায় এখনো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।
শহিদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লুৎফুল এলাহি বলেন, আমি এমন অভিযোগ শুনেছি। দুদিন অফিস বন্ধ থাকায় আমি এখনো অভিযোগপত্রটি হাতে পাইনি। আমি অভিযোগ পেলে যথোপযুক্ত ব্যবস্থা নেব। এমন ঘটনা কোন অবস্থাতেই কাম্য নয়।
ইএইচ