জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৩:৩১ পিএম
জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৩:৩১ পিএম
শুরু হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। তবে এবার একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘এ’ ইউনিট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
বিশেষ করে পুরান ঢাকার যানজট পরীক্ষার্থীদের জন্য আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার সকাল থেকেই গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরীক্ষার্থীদের অনেককেই কয়েক কিলোমিটার পথ হেঁটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে।
সদরঘাটগামী যানবাহনগুলো তাঁতীবাজার ও রায় সাহেব বাজার মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হলেও গুলিস্তান-পল্টন সড়কে প্রচণ্ড যানজট ছিল বলে জানান পরীক্ষার্থী, অভিভাবক ও উবার চালকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল ইসলাম কলেজ ও মহানগর মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ায় যানজট আরও বেড়ে যায়, যা পরীক্ষার্থীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষাও একই দিনে হওয়ায় ভোগান্তি আরও চরমে পৌঁছায়। প্রায় ৪২,৯৭৪ শিক্ষার্থী আজকের পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এয়ারপোর্ট থেকে ছেলেকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছেন সাজ্জাদ হোসেন। উবারে চড়ে আসলেও গুলিস্তানের যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে।
তিনি বলেন, ‘আমার ছেলের পরীক্ষা বিকেলে, কিন্তু এয়ারপোর্ট থেকে আসতে প্রচুর সময় লেগেছে। গুলিস্তান থেকে জবিতে পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা লেগেছে।’
মোহাম্মদপুর থেকে পরীক্ষা দিতে আসেন রবিউল, যিনি দ্বিতীয় শিফটে অংশ নেন। তিনি জানান, ‘দুপুর ১টায় পরীক্ষা শুরু, তাই সকালেই বের হয়ে পড়েছিলাম। কিন্তু তীব্র যানজটের কারণে গুলিস্তান থেকে হাঁটতে হয়েছে। সারা রাস্তায় শুধু গাড়ি আর মানুষ!’
রায় সাহেব বাজার থেকে রিকশায় আসতে রুমি খাতুনের লেগেছে ২৫ মিনিট। তিনি বলেন, ‘আমার পরীক্ষা ১টা থেকে, কিন্তু এটুকু রাস্তা হেঁটে এলেও কম সময় লাগত। তবে হাঁটলে পা ব্যথা করে, তাই রিকশা নিয়েছি।’
উল্লেখ্য, দীর্ঘ চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করছে। আজ অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষায় আসন সংখ্যা ৭৮৫টি, যেখানে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৫ জন শিক্ষার্থী।
ইএইচ