জাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:১৫ পিএম
জাবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০১:১৫ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের সহায়তা প্রদান করছে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি।
সোমবার সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের সহায়তায় টেন্ট স্থাপন করেছে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি। এ সময় শিক্ষার্থীদের তথ্য সহায়তা, খাবার পানি, বিভিন্ন নির্দেশনা, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করা হয়।
এছাড়াও যশোর থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আবাসন ব্যবস্থা রাখা হয়েছে। যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি যশোর থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এক ধরনের ভরসাস্থলে পরিণত হয়েছে।
যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আল ইমরান বলেন, ‘ভর্তিপরীক্ষা একটি শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা পরীক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা পরীক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন পানি, স্ন্যাকস এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। এছাড়া, পরীক্ষা চলাকালীন যদি কোনো সমস্যা দেখা দেয়, তা দ্রুত সমাধানের জন্য আমাদের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে।’
ইএইচ