Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫,

কুয়েটে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১২:৪১ এএম


কুয়েটে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রদলের সন্ত্রাসী হামলার’ অভিযোগ তুলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, “কুয়েটের মতো রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদল সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। জুলাই বিপ্লবের পর প্রথমবার ক্যাম্পাসে ছাত্রলীগের মতো সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজ কুয়েটে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তা ইবিতেও হতে পারে। আমরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কুয়েট প্রশাসনকে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে।”

ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, “জুলাই বিপ্লবের সময় যখন সন্ত্রাসী ছাত্রলীগ হামলা করেছিল, আমরা তখনও তাদের সন্ত্রাসী বলেছি। বর্তমানেও যদি সন্ত্রাসী ছাত্রদল হয়ে থাকে, তাদের সন্ত্রাসী বলতে আমাদের আপত্তি নেই। কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শেখ হাসিনার দোসররা সারা বাংলাদেশে ষড়যন্ত্র করছে। সে ছাত্রদল, শিবির, ডান-বাম যেই হোক না কেন, আমরা তাদের দ্রুত শাস্তি চাই।”

তিনি আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় জানতে চাইলে বলবো, আমরা ইদের পর আন্দোলন করা মানুষ নই। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিলে থানায় দিয়ে পাঁচশ টাকা পুরস্কৃত করা হবে।”

ইএইচ

Link copied!