Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

ইবিতে ‘একুশের কথা ও কবিতা’ শীর্ষক সাহিত্য সভা

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৩:৪৫ পিএম


ইবিতে ‘একুশের কথা ও কবিতা’ শীর্ষক সাহিত্য সভা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘একুশের কথা ও কবিতা’ শীর্ষক সাহিত্য সভা।

রোববার রবীন্দ্র-নজরুল কলা ভবনের দক্ষিণে বটতলা প্রাঙ্গণে এ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এসময় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহিদ মিনারের স্থানে একটি মঞ্চ নির্মাণের দাবি জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, "বাংলা হলো অস্তিত্বের ভাষা। বাংলায় যত স্বাচ্ছন্দ্যে আমরা কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, আমাদের ছোট্ট খুকু যেভাবে তার মাকে আদর করে ডাকতে পারে, পৃথিবীর আর কোনো ভাষায় এত আবেগ দিয়ে তা বলা সম্ভব নয়।"

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "বাঙালির জাগরণ শুরু হয়েছিল ১৯৪৭-এর পর ভাষা সংগ্রামের মধ্য দিয়ে। সেই প্রতিরোধের চেতনাই ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পথ তৈরি করেছিল। সেই চেতনাতেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-এর অভ্যুত্থান।" তিনি একুশের চেতনায় এমন সাহিত্য সভার আয়োজনের প্রশংসা করেন।

ইএইচ

Link copied!