Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

ইবিতে ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:০৫ পিএম


ইবিতে ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

ইবি ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, মুক্ত বাংলা স্থাপনা, ডায়না চত্বর সংলগ্ন এলাকা থেকে প্লাস্টিকজাতীয় দ্রব্যসহ বিভিন্ন ধরনের আবর্জনা সংগ্রহ করা হয়। পরে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলা হয়।

এ সময় ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, "নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার, তার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। এটি আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা এ কর্মসূচি পালন করছি। পাশাপাশি দলের কর্মীসহ শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের এ কার্যক্রম আগামীকালও চলবে।"

তিনি আরও বলেন, "সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, সবাই যেন বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ডাস্টবিনগুলো যথাযথভাবে ব্যবহার করি। আমরা ছাত্রদের পক্ষ থেকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বসানোর উদ্যোগ নেবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, দ্রুত পদক্ষেপ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ডাস্টবিন বসানো হোক। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে এই কার্যক্রম চলছে।"

ইএইচ

Link copied!