Amar Sangbad
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫,

সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ জবির ৮ জন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০২:৩১ পিএম


সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ জবির ৮ জন

১৭তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পদে নিয়োগের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী।

রোববার মোট ১০২ জনকে এ পদে সুপারিশপ্রাপ্ত হিসেবে তালিকা প্রকাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএস)।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সহকারী জজ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তরা হলেন— বৈশাখী রানী কর্মকার, এম. এ. উমায়ের, তানজিনা এলিন, ছোটন আহমেদ, শান্ত দেব রায় অর্ণ, মামুন হোসেন, মিম আক্তার ও মাহমুদা আখি।

বিষয়টি নিশ্চিত করে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল স্কুল অপেক্ষাকৃত নবীন হলেও আমরা আইনের শিক্ষার জগতে উজ্জ্বল স্থান করে নিতে সক্ষম হয়েছি।"

তিনি বলেন, "সারা বাংলাদেশে এতগুলো ল স্কুলের মাঝেও আমাদের ৮ জন সহকারী জজ হয়েছেন। আমরা বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষক সবাই খুবই আনন্দিত। আমাদের শিক্ষার্থীদের আমরা অন্তর থেকে অভিনন্দন জানাই।"

তিনি আরও বলেন, "আমাদের অবকাঠামোগত চ্যালেঞ্জগুলো অত্যন্ত সংকীর্ণ। এর মধ্যেও আমাদের শিক্ষকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেন এবং আমাদের শিক্ষার্থীরা সফল হয়েছে, এটা খুবই গর্বের বিষয়। আমাদের শিক্ষার্থীরা দরিদ্রবান্ধব বিচার করবেন, সেই প্রত্যাশা রাখছি।"

ইএইচ

Link copied!