Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫,

ইবির স্থাপনায় শেখ পরিবারের নাম পরিবর্তনে ২৩ প্রস্তাবনা

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:২২ পিএম


ইবির স্থাপনায় শেখ পরিবারের নাম পরিবর্তনে ২৩ প্রস্তাবনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও তার পরিবারের নামে সকল ধরনের স্থাপনার নাম পরিবর্তনে প্রশাসনের কাছে ২৩টি নামের প্রস্তাবনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

বুধবার প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন মিলে ২৩টি প্রস্তাবনা প্রক্টর অফিসে দিয়েছে। আমি ভিসি স্যারের কাছে প্রস্তাবনাগুলো দিয়েছি। আশা করছি আগামী সিন্ডিকেটে বিষয়টি সংশোধন হবে।

এর আগে, স্বৈরাচারীর দোসর মুক্তকরণ ক্যাম্পাস, শেখ হাসিনা ও তার পরিবারের নামে সকল ধরনের স্থাপনা পরিবর্তনসহ ৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা একই দাবী নিয়ে গত ৫ ও ২০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের হলগুলো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার এমন ধরনের নামকরণ করা উচিত যাতে সরকার পরিবর্তন হলেও এর প্রভাব এই স্থাপনার ওপর না পড়ে। যদি রাজনৈতিক নামকরণ করা হয়, তবে শিক্ষাঙ্গনে এর নেতিবাচক প্রভাব পড়ে। আমাদের এ চিন্তাভাবনা থেকে বের হওয়া দরকার।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায়, প্রক্টরের সাথে নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিবারের নামে যেসকল হল আছে সেগুলোর নাম পরিবর্তনে অনেক নাম প্রস্তাবনা করা হয়েছে। এর মধ্যে চব্বিশের অভ্যুত্থানে শহীদের নাম, বিশ্ববিদ্যালয়ের গুম হওয়া শিক্ষার্থীদের নামসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২৩টি নাম সর্বসম্মতিক্রমে সুপারিশপ্রাপ্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো থেকে ২৩টি প্রস্তাবনা এসেছে। ইউজিসি থেকেও চিঠি এসেছে ফ্যাসীবাদ সংশ্লিষ্ট স্থাপনার নাম পরিবর্তনের জন্য। খুব দ্রুতই এই নামগুলো পরিবর্তন করা হবে।

ইএইচ

Link copied!