জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:৪৩ পিএম
জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:৪৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলার দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন। বুধবার মেলার দ্বিতীয় দিন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনের প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আরও বৃহত্তর পরিসরে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ চাকরি মেলায় ৩৫টি কোম্পানির স্টল বসেছে এবং ২০০-এর বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বিভিন্ন স্টলে তাদের সিভি জমা দিচ্ছেন এবং একই সঙ্গে অন-স্পট ইন্টারভিউতে অংশ নিচ্ছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রওসন বলেন, আমি স্টলে সিভি জমা দিয়েছি। এ ধরনের মেলা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। ক্যাম্পাস থেকেই চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি, বিশ্ববিদ্যালয় থেকে আরও বড় পরিসরে এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা হবে।
জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইমন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল জব জাঙ্কশন-২০২৫’ আয়োজিত হচ্ছে। আমরা চেষ্টা করছি, প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কার্যকর প্রোগ্রাম আয়োজন করা যায়। আমি মনে করি, এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন।
বিআরইউ