Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫,

জবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৭:৩৯ পিএম


জবি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

শুরুতেই ইসলামিক স্টাডিজ বিভাগের বোলারদের তোপে রান তুলতে হিমশিম খায় ব্যাটসম্যানরা।

নির্ধারিত ১০ ওভারের খেলায় ৭টি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬৪ রান। জবাবে ৬৫ রানের টার্গেটে নেমে ইসলামিক স্টাডিজ বিভাগ ৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

ইসলামিক স্টাডিজ বিভাগের জয়ের মূল নায়ক ছিলেন দারুণ ছন্দে থাকা ওয়ান ডাউন ব্যাটসম্যান শিশির আহমেদ। তার ব্যাট থেকে আসে ৩৭ রান। ইনিংসের শেষ ওভারে এবং তার দ্বিতীয় নম্বর ওভারে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৪ উইকেট হারায়। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ও সেরা ব্যাটসম্যানের পুরস্কার তুলে দেওয়া হয় শিশির আহমেদের হাতে। এছাড়া ম্যান অব দ্য সিরিজ পুরস্কার পান অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নওশিন এবং সেরা বোলার পুরস্কার অর্জন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের হাশেম।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

ইএইচ

Link copied!