Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

বাকৃবিতে অনুষ্ঠিত হলো ‘নিউজপেপার অলিম্পিয়াড’

রায়হান আবিদ, বাকৃবি

রায়হান আবিদ, বাকৃবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:১২ পিএম


বাকৃবিতে অনুষ্ঠিত হলো ‘নিউজপেপার অলিম্পিয়াড’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম পত্রিকাভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’ এর ময়মনসিংহ আঞ্চলিক পর্ব।

শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এ সময় সকল অংশগ্রহণকারীকে সনদপত্র ও সৌজন্য উপহার দেয়া হয়েছে। প্রতিযোগিতাটি তৃতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে- ক (৩য়-৫ম শ্রেণি), খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), গ (৯ম-১০ম শ্রেণি), ঘ (১১শ-১২শ শ্রেণি) এবং ঙ (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)।

এ সময় নিউজপেপার অলিম্পিয়াডের ময়মনসিংহ অঞ্চলের ডিভিশনাল কো-অর্ডিনেটর নুসরাত জাহান বলেন, “সাধারণ মানুষের মাঝে গণমাধ্যমের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতেই নিউজপেপার অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মানুষের জ্ঞানচর্চা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি পায়। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সংবাদপত্র পাঠের আগ্রহ তৈরি করবে এবং গণমাধ্যম সম্পর্কে আরও গভীর ধারণা দিতে সহায়ক হবে।”

উল্লেখ্য, ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’ এর জাতীয় পর্বের বিজয়ীদের জন্য রয়েছে ১ লাখ টাকা পুরস্কার, মিডিয়া ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেশের খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও পাবেন।

ইএইচ

Link copied!