Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫,

জাবিতে শিবিরের রমজান ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ১, ২০২৫, ১১:৪৩ এএম


জাবিতে শিবিরের রমজান ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রশিবির সকল আবাসিক হলে শিক্ষার্থীদের নিকট রমজান ক্যালেন্ডার পৌঁছানোর কর্মসূচি পালন করছে।

২৬-২৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই কর্মসূচিতে ইতোমধ্যে ৫ টি হলে ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। এছাড়া ক্রমান্বয়ে ছাত্রদের বাকি হলগুলোতে ক্যালেন্ডার পৌঁছে দেয়া হবে এবং ছাত্রীদের হলে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে শিক্ষার্থীদের নিকট রমজান ক্যালেন্ডার পৌঁছানোর উদ্যোগ শুরু করেছি।

রমজানে অনেককেই ইন্টারনেট থেকে ডাউনলোড করা ক্যালেন্ডার দেখে সাহরি, ইফতারের সময়সূচি জানতে হয়। প্রিন্টেড ক্যালেন্ডার সামনে থাকলে সময়সূচি নিয়ে সহজেই অবগত থাকা যায়। 

এছাড়া আমাদের ক্যালেন্ডারে সাহরি ও ইফতারের দোয়া, রমজানের গুরুত্ব ও ফজিলত এবং এ মাসে করণীয়-বর্জনীয় বিষয়াবলি সংক্ষেপে ফুটিয়ে তোলা হয়েছে, যা সেল্ফ রিমাইন্ডারে কার্যকরী ভূমিকা রাখবে।

এ উদ্দেশ্যে দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে আমরা রমজান ক্যালেন্ডার উপহার দিচ্ছি। আমরা চাই সবার রমজান মাস সুস্থতার সঙ্গে ভালোভাবে কাটুক।

বিআরইউ

Link copied!