জবি প্রতিনিধি
মার্চ ২, ২০২৫, ১২:০১ এএম
জবি প্রতিনিধি
মার্চ ২, ২০২৫, ১২:০১ এএম
পবিত্র রমজান উপলক্ষে রোজাদার শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে ইফতার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে একটি প্রস্তাবনা উপাচার্যের নিকট পাঠানো হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, প্রস্তাবনায় প্রথম ১৫ রমজান পর্যন্ত ইফতার আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিদিনের ইফতারের জন্য প্রাথমিকভাবে ৫ হাজার টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হতে পারে। ইফতার আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন দুইজন শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক কে.এ.এম রিফাত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, "ইতোমধ্যে উপাচার্যের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ১৫ রমজান পর্যন্ত ইফতার আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিদিন ৫ হাজার টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, তবে এটি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে। উপাচার্য মৌখিকভাবে সম্মতি দিয়েছেন, আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।"
বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন দেখা যায়নি, বরং ইফতার আয়োজনে বাধা দেওয়ার অভিযোগও ছিল। তাই এবারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, "বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রশাসন বিভিন্নভাবে ইফতার আয়োজনে বাধা দিয়েছে। সেখানে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করা হচ্ছে, যা অত্যন্ত আনন্দের খবর। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।"
ইএইচ