Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ মার্চ, ২০২৫,

বার কাউন্সিলের ফি কমানোর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

মার্চ ৩, ২০২৫, ০৩:১৩ পিএম


বার কাউন্সিলের ফি কমানোর দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন বলেন, "বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার জন্য অযৌক্তিক এবং অন্যায্য যে ফি নির্ধারণ করা হয়েছে, তার প্রতিবাদে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়েছি। নবীন শিক্ষানবিস আইনজীবীদের এনরোলমেন্ট পরীক্ষার জন্য বার কাউন্সিল কর্তৃক ৪,০২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর আগে আমাদের ইন্টিমেশন জমা দিতে গিয়ে ১,০৮০ টাকা ফি জমা দিতে হয়েছে। ২৪ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান পরবর্তীতে বিসিএসসহ অন্যান্য চাকরির আবেদন ফি কমিয়ে আনা হয়েছে, অথচ বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানো হয়নি। অন্যান্য পরীক্ষার ফি সঙ্গে সামঞ্জস্য রেখে এই অন্যায্য ফি কমিয়ে সহনশীল পর্যায়ে নিয়ে আসা উচিত।"

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্রিয়া কুন্ডু বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পর যেখানে অন্যান্য চাকরি পরীক্ষার ফি সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয়েছে, সেখানে বার কাউন্সিলের এই অন্যায্য ফি কেন নির্ধারণ করা হলো? আমরা এই ফি কমানোর দাবি জানাচ্ছি এবং বার কাউন্সিলের প্রতি অনুরোধ করছি, তারা আমাদের দাবি বিবেচনায় নেবেন।"

ইএইচ

Link copied!