জবি প্রতিনিধি
মার্চ ৩, ২০২৫, ০৭:২৮ পিএম
জবি প্রতিনিধি
মার্চ ৩, ২০২৫, ০৭:২৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন কমিটি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান জিনান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এ.কে.এম. লুৎফর রহমান এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. রাজিব মণ্ডলের স্বাক্ষরে এ কমিটি ঘোষিত হয়।
কমিটির সহ-সভাপতি হিসেবে গুলজার হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছিব হোসেন, নাহিদ হাসান প্রিন্স নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক মোরছালিন প্রামানিক, দপ্তর সম্পাদক জাকারিয়া হায়াত জনি, প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম, অর্থ সম্পাদক মোছা. আরমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য ইয়াসমিন আক্তার রিমি।
নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান জিনান বলেন, দিনাজপুর, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশালী জেলা, যা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে, শিক্ষার্থীদের একতাবদ্ধ রাখা, তাদের অ্যাকাডেমিক ও পেশাগত উন্নয়নে সহায়তা করা এবং দিনাজপুর জেলার গৌরবময় সংস্কৃতি ও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। আমি সবাইকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন বলেন,"অনেক দিন পর ক্যাম্পাসে দলীয় রাজনীতির বাইরে কমিটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত, আমরা চাই আমাদের দিনাজপুর জেলার তেরোটি উপজেলার শিক্ষার্থীদের পাশে থেকে সহায়তা করব এবং আমরা সকলে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।
উল্লেখ্য , এই সমিতি দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের জন্য নানামুখী সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরএস