Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

ঢাবি ‘চন্দ্রাবতী’ পরিবারের নেতৃত্বে ইনান-সাকিব

জুলহাস কবির, ঢাকা

জুলহাস কবির, ঢাকা

মার্চ ৮, ২০২৫, ০৭:২৩ পিএম


ঢাবি ‘চন্দ্রাবতী’ পরিবারের নেতৃত্বে ইনান-সাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজ ও সেবা প্রদান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্র ঐক্য পরিষদ ‘চন্দ্রাবতী’ আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে।

গত ৫ মার্চ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের অতিথি কক্ষে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগের কমিটির সভাপতি নিত্যব্রত সরকার এবং সাধারণ সম্পাদক নাজমুস সালেহীন নতুন কমিটির সভাপতি মিশকাতুল আরেফিন ইনান এবং সাধারণ সম্পাদক সাব্বির আলম সাকিবের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কমিটির নেতৃত্বে মিশকাতুল আরেফিন ইনান মনোবিজ্ঞান বিভাগে ৪র্থ বর্ষে অধ্যয়নরত, তিনি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাব্বির আলম সাকিব হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্ধারিত হয়েছেন বিভিন্ন বিভাগের মেধাবী ছাত্র-ছাত্রীরা।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে তাওহিদা আক্তার রোকাইয়া, সাদনান আহমেদ চৌধুরী, ফরিদ আহমেদ ও তুষার মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সাখাওয়াত তনয়, সাজিদ ইউসুফ ও কানিজ ফাতেমা সেতু, সাংগঠনিক সম্পাদক হিসেবে হামিম আহমেদ, চিন্ময় রায় ও তাসনিয়া অর্ণা।

নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা, উন্নয়নমূলক কার্যক্রম এবং ঐক্য বজায় রাখার জন্য কাজ করবে। তাদের লক্ষ্য কেবল অ্যাকাডেমিক সাফল্য নয়, বরং সকল সদস্যের সমন্বিত উদ্যোগে সামাজিক কার্যক্রম পরিচালনা করা এবং এলাকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা।

সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়েছে। নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের সদস্যরা আস্থা রেখে আগামী এক বছরে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করার আশা প্রকাশ করেছেন।

জুলহাস/ইএইচ

Link copied!