Amar Sangbad
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫,

জাবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির ইফতার মাহফিল

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মার্চ ৮, ২০২৫, ১১:৪৯ পিএম


জাবিতে টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির ইফতার মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ আয়োজন সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শহিদুল হক মঞ্জু, দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর তমাল, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এনামুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কো-অর্ডিনেটর ও জাবিসাসের সাবেক সভাপতি রেহমান আতিক, আশুলিয়া প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য-সচিব ওয়াসিম আহমেদ অনিক, যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান রোজেন ও রায়হান হোসাইন মিলটন।

টাঙ্গাইল জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির সভাপতি মো. সোহান বলেন, "টাঙ্গাইল জেলার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছিল। ঈদ পরবর্তী সময়ে বড় পরিসরে একটি পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আমরা একটি স্থায়ী তহবিল গঠনের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের জন্য বার্ষিক মেধাবৃত্তির ব্যবস্থা করতে চাই। বড় ভাইদের সহায়তায় আমাদের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আমরা আশাবাদী।"

ইএইচ

Link copied!