Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

কুবি পরিবহনে GPS ট্র্যাকার সার্ভিস চুক্তি স্বাক্ষর

কুবি প্রতিনিধি:

কুবি প্রতিনিধি:

মার্চ ১১, ২০২৫, ০২:৪৯ পিএম


কুবি পরিবহনে GPS ট্র্যাকার সার্ভিস চুক্তি স্বাক্ষর

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের দুর্ভোগ কমাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ওভাই সলুসন্স লিঃ এর মধ্যে GPS ট্র্যাকার সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টায় কোষাধ্যক্ষের কার্যালয়ে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে ObhaiVTS এর GPS ট্র্যাকার সার্ভিস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং ওভাই সলুসন্স লিমিটেডের এর পক্ষে স্বাক্ষর করেন ডিজিএম মো. মাহবুবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাকির হোসেন, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভুঁইয়া এবং ওভাই সলুসন্স লি. এর সহকারী ম্যানেজার খালিদ হাসান।

এ চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ ট্র্যাকিং করে গাড়ি কোথায় আছে, পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, কখন গাড়ি ছাড়বে ইত্যাদি খুব সহজে জানতে পারবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন দূর থেকে চালক ও গাড়ীর খোঁজ রাখা, গাড়ির ইঞ্জিন নিয়ন্ত্রণ করাসহ ২৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ ট্র্যাক করতে পারবে।

এই সুবিধা পাওয়ার জন্য স্মার্টফোনে ObhaiVTS ট্র্যাকার ইন্সটল করতে হবে।

বিআরইউ

Link copied!