ইবি প্রতিনিধি
মার্চ ১১, ২০২৫, ১০:৫৪ পিএম
ইবি প্রতিনিধি
মার্চ ১১, ২০২৫, ১০:৫৪ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের উদ্যোগে ক্যাম্পাসের ভ্যানচালক, নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ড ও দোকানিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রমজানের দশম দিনে তিনি ও তার সহযোদ্ধারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩৫০ প্যাকেট ইফতার বিতরণ করেন।
এ বিষয়ে আনোয়ার পারভেজ বলেন, "আমি ক্যাম্পাসের কর্মরত গার্ড, ভ্যানচালক ও দোকানিদের মাঝে ইফতার বিতরণের পরিকল্পনা করেছিলাম। সেই অনুযায়ী ৩৫০ জনের মাঝে ইফতার বিতরণ করতে পেরে ভালো লাগছে। সাধারণ মানুষের পাশে থাকতে এবং তাদের কল্যাণে কাজ করতে চাই। যদি আমার উদ্যোগে তারা উপকৃত হন, সেটাই আমার জন্য সার্থকতা।"
ইএইচ