মাভাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৮:০১ পিএম
মাভাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫, ০৮:০১ পিএম
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, ছাত্রদল, শিবির এবং গণতান্ত্রিক ছাত্রসংসদসহ সাধারণ শিক্ষার্থীরা।
প্রায় দেড়শো মানুষের জন্য আয়োজিত এই ইফতার মাহফিলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি সবার জন্য এক অনবদ্য অভিজ্ঞতা হয়ে ওঠে।
এছাড়া, অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে উপস্থিত থাকার মাধ্যমে তাদের সন্তুষ্টি ও ভালো লাগার কথা জানান।
ইএইচ