জুলহাস কবির, ঢাবি
মার্চ ১৩, ২০২৫, ০৮:৫৭ পিএম
জুলহাস কবির, ঢাবি
মার্চ ১৩, ২০২৫, ০৮:৫৭ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হল কুইজ ক্লাবের ১৬ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এ কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন সামিয়া মাসুদ মম এবং সাধারণ সম্পাদক হয়েছেন সম্মিলিতভাবে উমা রাণী পোদ্দার ও তায়েবা হাসান বীথি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহমেদ এবং সাধারণ সম্পাদক ইমন মোহতাসিনের নির্দেশনায় শামসুন নাহার হল কুইজ ক্লাবের সাবেক সভাপতি কামরুন্নাহার কেয়া এবং সাধারণ সম্পাদক সায়মা হক এলিন এ কমিটি অনুমোদন করেন।
সামিয়া মাসুদ মম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
অন্যদিকে, উমা রাণী পোদ্দার সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে এবং তায়েবা হাসান বীথি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন– সহ-সভাপতি আইরিন খাতুন।
যুগ্ম সাধারণ সম্পাদক আল সাদিয়া শান্তু এবং মুমতাহিনাহ্ মুহু।
সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা প্রমি, দপ্তর সম্পাদক নাইম্যা ইসলাম নির্জনা, উপদপ্তর সম্পাদক ইসরাত জাহান ইমু, প্রচার সম্পাদক হাবীবা আক্তার এমি, অর্থ সম্পাদক নিতু রাণী সাহা, অনুষ্ঠান ও কর্মসূচি সম্পাদক নওরিন ইসলাম, উপ অনুষ্ঠান ও কর্মসূচি সম্পাদক হাজেরা খাতুন, প্রশিক্ষণ সম্পাদক বানী জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসনিম মুস্তাফিজ এবং প্রকাশনা সম্পাদক সায়মা চৌধুরী।
একইসঙ্গে এ কমিটিকে পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
ইএইচ