জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৫, ১১:৫৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৫, ১১:৫৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (জাবি শাখা)।
রোববার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “পবিত্র মাহে রমজানের শিক্ষাগুলো ছড়িয়ে দিতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ইফতার আয়োজন করছি। এরই ধারাবাহিকতায় মেয়েদের সব হলের শিক্ষার্থীদের নিয়ে আজকের এই সম্মিলিত ইফতার আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, প্রায় চারশত শিক্ষার্থী এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সঙ্গে ইফতারের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা।”
উল্লেখ্য, রমজানের শুরু থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ধারাবাহিকভাবে ইফতার মাহফিলের আয়োজন করছে জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখা।
ইএইচ