ববি প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫, ১১:৪৯ এএম
ববি প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫, ১১:৪৯ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অনিয়মের প্রতিবাদ করায় গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. হাফিজ আশরাফুল হককে গবেষণা ও সম্প্রসারণ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার স্থলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বর্তমান প্রক্টর ড. সোনিয়া খান সনিকে নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, ড. হাফিজ আশরাফুল হক অভিযোগ করেছেন যে, উপাচার্যের অনিয়মে সায় না দেওয়ায় এবং এসব প্রতিবাদ করায় তাকে পাঁচ মাসের মধ্যে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০১৯ সালের ২৭ অক্টোবর রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে তাকে গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, পাঁচ মাস পর হঠাৎ এই অব্যাহতির ঘটনা শিক্ষক-শিক্ষার্থী মহলে আলোচনা সৃষ্টি করেছে। এ ছাড়া, উপাচার্য যে অতিরিক্ত টাকা ব্যয়ের অনুমোদন চেয়েছিলেন, তাও পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়েছে।
অব্যাহতি পাওয়া ড. হাফিজ আশরাফুল হক বলেন, "এটি উপাচার্যের স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ এবং আমি তার অনিয়মের প্রতিবাদ করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি, এবং উপাচার্য ড. শুচিতা শরমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ইএইচ