Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫,

জবি ছাত্রীকে ‘হেনস্তা’, ভিক্টর ক্লাসিকের ১০ বাস আটক

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

মার্চ ১৮, ২০২৫, ১২:৩৮ পিএম


জবি ছাত্রীকে ‘হেনস্তা’, ভিক্টর ক্লাসিকের ১০ বাস আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (১৭ মার্চ) রাত সোয়া নয়টার দিকে বাসগুলো আটকে দেন শিক্ষার্থীরা।

জানা যায়, জবির ইংরেজি বিভাগের এক ছাত্রী গুলিস্তান থেকে বাসে ওঠার সময় তাকে হেনস্তা করেন ওই বাসের হেলপার। বাসের অন্যান্য যাত্রীদেরকে বিষয়টি জানালেও কেউ কর্ণপাত করেননি। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ে এসে তার বন্ধুদেরকে জানালে তারা ভিক্টর ক্লাসিকের বাসগুলো আটকে রাখেন। তবে হেনস্থাকারী ও হেল্পার ও বাসটিকে পাওয়া যায় নি।

এ বিষয়ে ওই শিক্ষার্থীর বন্ধু সিফাত সাকিব বলেন, আমাদের ব্যাচের এক ফ্রেন্ডকে গুলিস্তান থেকে বাসে ওঠার সময় হেনস্তা করা হয়। আমরা ওই বাসের হেলপার এবং বাসটিকে আর পাইনি। এজন্য আমরা ভিক্টর ক্লাসিক এর দশটি বাস আটকে রেখেছি।

ঘটনার বর্ণনা দিয়ে ওই নারী শিক্ষার্থী বলেন, আমরা প্রায়ই শুনি আমাদের বোনেরা এমন হেনস্থার শিকার হয়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি যে হেনস্থার শিকার হয়েছি তা যেন আর কোনো মেয়ে না হয়।

প্রসঙ্গত, এর আগে গেলো বছরের অক্টোবরেও ভিক্টর ক্লাসিক বাসে হেনস্থার শিকার হন জবির আরেক ছাত্রী। এ ঘটনায় ১১ বাস আটকে দেন শিক্ষার্থীরা।

বিআরইউ

Link copied!