ইবি প্রতিনিধি:
মার্চ ১৮, ২০২৫, ০৪:৫৯ পিএম
ইবি প্রতিনিধি:
মার্চ ১৮, ২০২৫, ০৪:৫৯ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রবীন্দ্র নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ‘গ্রীণ ফোরাম`র আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সিনার সভাপতিত্বে ও গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, শিক্ষক সমিতি ও জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষার্থী সহ আরও অনেকে।
অনুষ্ঠানে আলোচক বলেন, যতই আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করেন না কেন সামাজিক এই অবক্ষয় রোধ করা যাবে না যতক্ষণ না তাকওয়া থাকে। সিয়ামের মাধ্যমে শুধু তাকওয়া নামের একটা গুণ অর্জন করতে পারলে আর কিছুই লাগবে না। সমাজিক অবক্ষয় রোধে একটাই সমাধান এটা। সমাজে অসংখ্য বাজে কাজ হয় ধৈর্য ও অশ্লীলতা থেকে দূরে না থাকার কারণে।
এসময় সময়ানুবর্তিতা অর্জন, ভোগবাদিতাকে প্রত্যাখ্যান, দান দক্ষিণের চর্চার মাধ্যমে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে মুখ্য ভূমিকা রাখে বলে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটির সভাপতি অধ্যাপক ড. আবু সিনা বলেন, আমাদের বছরের পর বছর কথা বলতে দেয়া হয়নি। জুলাই বিপ্লবের পর আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। ইতঃপূর্বে কয়েকবার দরখাস্ত দিয়ে অনুমতি চেয়েও পাইনি। আমরা শুধু ইফতারি করে চলে যাব এবং আলোচনাও করবো না বলে আয়োজন করার সুযোগ দেয়নি। বর্তমান উন্মুক্তভাবে কথা বলতে পারায় শুকরিয়া আদায় করছি।
বিআরইউ