Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ মার্চ, ২০২৫,

‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে’

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মার্চ ২১, ২০২৫, ০৮:৪০ পিএম


‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে’

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, আমরা ক্রান্তিকাল পার করছি। একটি চক্র সুষ্ঠু নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা এই চক্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। ছাত্র জনতার ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জবি ছাত্রদলের ভূমিকা অনেক বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। আমরা যখন কোনো সংকটে পড়ি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে তীব্রভাবে স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আন্দোলনে বিরোধিতাকারী জবি ছাত্রলীগের বিচার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গত ১৫ বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমান ভূমিকা রয়েছে। অন্যান্য ইউনিটের তুলনায় জবি ছাত্রদল অনেক শক্তিশালী। 

ইফতার মাহফিলে জুলাই আন্দোলনে নিহত জবি ছাত্র ইকরামুল হক সাজিদ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত ছাত্র নেতানেতা, গুম ও নিহত হওয়া ছাত্রনেতাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!