Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫,

ববি উপাচার্যের নামে ‍‍`ভুয়া‍‍` হোয়াটসঅ্যাপ আইডি, সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৫, ০৫:০৪ পিএম


ববি উপাচার্যের নামে ‍‍`ভুয়া‍‍` হোয়াটসঅ্যাপ আইডি, সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের নামে ফেইক হোয়াটসঅ্যাপ আইডি থেকে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফয়সাল মাহমুদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য  নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্তমূলক বার্তা ও টাকা চাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে উক্ত নাম্বারটি উপাচার্য অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোন অফিসিয়াল  নাম্বার নয়। সুতরাং এই বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, উপাচার্যের নাম ও ছবি দিয়ে ফেইক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে যেটি উদ্বেগের বিষয়। আমরা প্রাথমিকভাবে পুলিশকে অবগত করেছি।

আরএস

Link copied!