জবি প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৫, ১১:৩৯ এএম
জবি প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৫, ১১:৩৯ এএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদ ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও পেজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এ-ইউনিটের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd তে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে।
আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা www.admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবে।
‘এ’ ইউনিটের তিন শিফটে মোট আসন সংখ্যা ৮৬০টি। সবগুলো আসন বিজ্ঞান বিভাগের জন্য। প্রথম শিফটে মোট আসন ২৮৪টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৮৭টি। তৃতীয় শিফটে মোট আসন ২৮৯টি।
প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় `এ` ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ৮৬০ আসনের বিপরীতে পরীক্ষায় বসেন ৪৪ হাজার ২২৩ জন।
বিআরইউ