জবি প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫, ০৫:২৪ পিএম
জবি প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৫, ০৫:২৪ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, সাংস্কৃতিক ও মিডিয়া সংগঠন নিয়ে শাখা ইসলামী ছাত্র শিবির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) পুরান ঢাকার লক্ষীবাজারে অবস্থিত চায়না হল রেস্টুরেন্টে এ অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় শাখা ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব,ডিবেটিং সোসাইটি, রিপোর্টার্স ইউনিটি, আবৃত্তি সংসদ, ফটোগ্রাফিক সোসাইটি, ব্র্যান্ড মিউজিক সোসাইটি, রোভার স্কাউট, মানবাধিকার সহায়তা সংস্থা ও হাফেজ কল্যাণ পরিষদ সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাখা সূত্রে জানা যায়, এই ইফতার মাহফিলে ছাত্রদল দাওয়াত পেলেও উপস্থিত ছিলেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘জবি শিবির সবসময় ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। জুলাই অভ্যুত্থানে যখন প্রতিকূল পরিবেশ বিরাজমান ছিল, তখন শিবিরের ভূমিকা ছিল অপরিসীম। আমরা যারা আন্দোলনের সময় মাঠে কাজ করেছি এবং বিপদের সম্মুখীন হয়েছি, তখন জবি ছাত্রশিবির আমাদের সাহায্য করেছে। এমনকি আমি নিজেও শিবিরের অফিসে থেকেছি।’
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘শিবিরের উচিত ক্যাম্পাসে সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক বিষয়গুলোর ওপর বেশি গুরুত্ব দেওয়া। যাতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় মানের বুদ্ধিজীবী তৈরি হতে পারে। এজন্য ক্যাম্পাসে নিয়মিত জাতীয় মানের বিতর্ক আয়োজন একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে।’
এসময় শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। কিছুদিন আগে নারী শিক্ষার্থীদের জন্য জবি শিবির কিছু করে না বলে কেউ একজন অভিযোগ তুলেছিলেন। আমরা পরবর্তীতে জবি ছাত্রী হলে ৬০০ নারী শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করেছি। আমরা আপনাদের দেওয়া পরামর্শের আলোকে কাজ করে থাকি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ।’
বিআরইউ