জবি প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৫, ১০:০৭ পিএম
জবি প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৫, ১০:০৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) পক্ষ থেকে বরিশালে থাকা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন।
সোমবার বরিশাল জেলার একাধিক শহীদ পরিবারের সঙ্গে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
জানা যায়, তিনি চট্টগ্রামে শহীদ হওয়া ফয়সাল আহমেদ শান্তর গ্রামের বাড়ি বরিশালে যান। সেখানে শহীদ শান্তর নানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও শহীদের কবর জিয়ারত করেন। এছাড়া তিনি শহীদ রাকিব হোসাইনের কবর জিয়ারত করেন এবং গুলিবিদ্ধ মো. নাজির উদ্দিন সাব্বিরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বলেন, "গত ঈদেও আমাদের জুলাই শহীদরা তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন। আজ পরিবারের সবাই থাকলেও আমাদের ভাইয়েরা নেই। যখন শহীদ পরিবারের কাছে গিয়েছি, তখন তারা আমাকেই সন্তান ভেবে আপন করে নিয়েছেন। মনে হচ্ছিল, আমি যেন তাদের অনেক দিনের পরিচিত। আজ বরিশাল জেলার তিনজন শহীদের কবর জিয়ারত করেছি এবং তাদের পরিবারের সঙ্গে পুরো দিন অতিবাহিত করেছি। পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়া এবং ঈদের দিনে তাদের স্বজন হারানোর বেদনাকে কিছুটা লাঘব করাই ছিল মূল উদ্দেশ্য।"
ইএইচ