আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫, ০৭:১২ পিএম
আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫, ০৭:১২ পিএম
গত ২ এপ্রিল “পাবলিকিয়ান স্টুডেন্টস` কমিউনিটি অব নাটোর (PSCN)” এর উদ্যোগে নাটোর রাজবাড়ীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে নাটোরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা ও বরণ উৎসব– ২০২৫, যার নেতৃত্বে ছিল সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ সাগর।
জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নাটোরের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গঠিত এই সংগঠনটির প্রথম মিলনমেলায় অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া নাটোর জেলার পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক। আহ্বায়ক সবুজ আহমেদ সাগরের নেতৃত্বে এই অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া দুই শতাধিক শিক্ষার্থীকে।
এছাড়াও উদ্বোধনী র্যালি, অনুভূতি প্রকাশ, খেলাধুলা, কৃতী শিক্ষার্থী সম্মাননা, স্পট কুইজ, রম্য বিতর্ক, সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র’সহ নানারকম মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে মিলনমেলাটি উদযাপন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এই মিলনমেলার উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর – ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী এ. জেড. এম. নাফিউল ইসলাম, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ জার্জিস কাদির, মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন, সাপ্তাহিক চলনবিল প্রবাহের সম্পাদক ও প্রকাশক মো. মাহমুদুল হক খোকন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক চৌধুরী বাবুল, আহ্বায়ক সদস্য ও সাবেক ঢাবি ছাত্রনেতা তারিকুল টিটুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
মিলনমেলার আহ্বায়ক সবুজ আহমেদ সাগর তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে স্বৈরাচারমুক্ত বাংলাদেশের যে শুভসূচনা হয়েছে, নাটোরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আন্দোলনকে বেগবান রাখতে নাটোর তথা দেশের সকল জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে। পাবলিকিয়ান স্টুডেন্টস` কমিউনিটি অব নাটোর (PSCN) নাটোরের শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক সমৃদ্ধির এক প্রতীক। আমরা বিশ্বাস করি এই মিলনমেলার মাধ্যমে নাটোরের শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের মূলমন্ত্র প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠার ৭ মাসের মধ্যে নাটোরের শিক্ষার্থীদের উদ্যোগে এত বৃহৎ একটি মিলনমেলা সফলভাবে আয়োজন করে ছাত্রনেতৃত্বের যে দৃষ্টান্ত স্থাপন করেছি, আগামী বছরগুলোতেও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি
ইএইচ