Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে রাবিতে সমাবেশ

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৫, ০৩:২৬ পিএম


গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে রাবিতে সমাবেশ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।

এ সময় শিক্ষার্থীরা, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘লং লিভ প্যালেস্টাইন, লং লিভ গাজা’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘ধ্বংস হোক ইসরায়েল’ লেখাসহ বিভিন্ন প্যাকার্ড প্রদর্শন করেন ও স্লোগান দেন। প্রতিবাদ সমাবেশে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার শরীরে ফিলিস্তিনের পতাকা ও শেকল জড়িয়ে ফিলিস্তিনের জনগণের অসহায়ত্বের প্রতীকী চিত্র তুলে ধরেন।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানান। এ সময় তারা এই হামলার পেছনে আমেরিকাসহ জায়নবাদী রাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ আছে বলে উল্লেখ করেন। এছাড়া ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে তাদের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এসময় সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, গাজায় গণহত্যার প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা এখানেই দাঁড়ালেই ইসরায়েলি বাহিনী তাদের জঘন্য বর্বরতা বন্ধ করবে। আমরা যদি এই নিপীড়িত মানুষের জন্য কিছু করতে চাই তাহলে জ্ঞানের বিকল্প নেই। কারণ যাদের সাথে লড়াই তারা মানুষ হিসেবে কিন্তু জ্ঞান-গরিমায় অনেক বড়। তারা অনেক বেশি জানে এবং পারে। আমরা যতক্ষণ পর্যন্ত তাদের মতো জ্ঞানী না হতে পারবো এবং মানবতা সমুন্নত না রাখতে পারবো ততক্ষণ আমরা জিততে পারবো না।   
উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, গাজার অধিবাসীদের হত্যা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ব্যর্থতার পরিচয় দিয়েছে। গাজায় ইসরায়েলি হত্যা নিয়ে অনেক কথা হয়েছে। আর কোনো কথা নয়। এবার আমাদের একশ্যানে যাওয়া উচিত। সারা মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, আসুন আমরা সবাই এক হই। পশ্চিমা বিশ্বের মানবতার দিকে আমরা আর চেয়ে থাকবো না। মুসলিম নিধন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, তথাকথিত মানবতার ফেরিওয়ালা, মানবাধিকার-গণতন্ত্র নিয়ে জিকির করা বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ড গাজায় সংগঠিত হচ্ছে। বিশ্বব্যাপী পালিত গ্লোবাল স্ট্রাইক ফর গাজার অংশ হিসেবে আজকের এই সমাবেশ পালিত হচ্ছে। সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার পক্ষের শক্তিরা ফিলিস্তিনের মজলুম ভাইদের প্রতি সংহতি প্রকাশ করে এ কর্মসূচি পালন করছে। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ গাজাবাসীর জন্য করতে চাই।

সমাবেশে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম, ভেরেনিরারি এন্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ইসমত আরা বেগম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!