Amar Sangbad
ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫,

বৃহস্পতিবার জবি শিক্ষক-শিক্ষার্থীদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’

জবি প্রতিনিধি :

জবি প্রতিনিধি :

এপ্রিল ৮, ২০২৫, ০২:০৬ পিএম


বৃহস্পতিবার জবি শিক্ষক-শিক্ষার্থীদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী বৃহস্পতিবার অ্যামেরিকা দূতাবাসের উদ্দেশে এ পদযাত্রা করবেন তারা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেন।

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ইসলামকে ভালোবেসেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দিবো এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেবো।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, চোখের পানি ছাড়া আমরা আর কিছুই করতে পারছি না বাংলাদেশ থেকে।কিন্তু মুসলমান হিসেবে মুসলমানদের পক্ষে আমরা দাড়াবো।

এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্র, শাখা ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!