Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

ইবি উপাচার্য

ইসরায়েল শুধু ফিলিস্তিনের শত্রু নয় মানবতার শত্রু

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৫, ০৫:০৭ পিএম


ইসরায়েল শুধু ফিলিস্তিনের শত্রু নয় মানবতার শত্রু

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন ইসরায়েল ফিলিস্তিনের ওপর যে বর্বরতার পরিচয় দিয়ে চলেছে তাতে সারা বিশ্বের সাধারণ মানুষ তার প্রতিবাদ করছে ছাত্র সমাজ প্রতিবাদ করছে কিন্তু রাষ্ট্রনায়করা প্রতিবাদ করছে না। আফসোসের বিষয় আজকে মুসলমান সমাজের মূল দায়িত্ব এই মানবতাকে রক্ষা করা কিন্তু তারা তা করছে না। বলতে বাঁধা নেই ইসরায়েল শুধু ফিলিস্তিনের শত্রু নয় ইসরায়েল মানবতার শত্রু। মৃত্যুর আগে ইসরায়েলের এই নৃশংসতার শেষ দেখে যেতে চাই।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন বটতলায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলে নির্যাতিত ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে ফিলিস্তিনের মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ আলী খান আজহারি। এছাড়া পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্বব্যাপী ক্লাস, পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাট ডাউন কর্মসূচি পালিত হয়।

সমাবেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম বলেন, " ইসরায়েল যেভাবে নির্বিচারে গণহত্যা করছে আমরা তাদের মনে মনে ঘৃণা করবো,নফল নামাজ পড়ে দোয়া করবো যেন আল্লাহ তাদের রক্ষা করে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেন।"

উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, " ফিলিস্তিনের গাজায়, রাফায় ইহুদিবাদী ইসরায়েল যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে তা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। মুসলিম এবং অমুসলিম দেশগুলোতে প্রতিবাদ হয়েছে, জেলা উপজেলা এবং গ্রামেও প্রতিবাদ হয়েছে। যদি আরব বিশ্বের শক্তিশালী নেতারা সক্রিয় হতো তাহলে গাজায় এভাবে গণহত্যা হতো না। ওআইসি, আরবলীগ সহ সকল আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এসব উগ্রবাদী, ইহুদিবাদী সরকার ধ্বংস করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

আরএস

 

Link copied!