জবি প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫, ০৩:০১ পিএম
জবি প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫, ০৩:০১ পিএম
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাষ্ট্র, সৌদি আরবের দূতাবাস এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে `মার্চ ফর প্যালেস্টাইন` কর্মসূচি শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন।
অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেন, “ইসরায়েলের নির্মম গণহত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা চার দফা দাবি নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে এবং সাত দফা দাবি নিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আশা করছি, এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।”
তিনি আরও জানান, স্মারকলিপিতে গাজায় যুদ্ধ বন্ধ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘Except Israel’ পুনর্বহালসহ গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে।
স্মারকলিপি জমা দিতে উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ্, অধ্যাপক ড. আবু লায়েক, তারেক বিন আতিক, জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা, মুখপাত্র নওশীন নাওয়ার জয়া, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন প্রমুখ।
ইএইচ