পবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৫, ০৭:১৫ পিএম
পবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৫, ০৭:১৫ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় একযোগে দেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদে ৪৪৮টি আসনের বিপরীতে মোট ৪ হাজার পরীক্ষার্থী পবিপ্রবি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এর মধ্যে ৯১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ২,৬২৭ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ১,৩৭৩ জন। অংশগ্রহণের হার ছিল ৬৫.৬৭ শতাংশ।
পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা এবিএম সাইফুল ইসলাম।
পরীক্ষার অভিজ্ঞতা জানাতে গিয়ে মাগুরা থেকে আগত পরীক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “প্রশ্নপত্র খুব ভালো ছিল, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনাও প্রশংসনীয়।” বরিশাল সরকারি কলেজের শিক্ষার্থী আদনান জানান, “প্রথমে প্রশ্নপত্র সহজ মনে হলেও পরে কিছু প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে এসেছে বলে মনে হয়েছে। তারপরও আমি আশাবাদী।”
ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পরীক্ষার হল পরিদর্শন করেছি—সব কিছু অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, আনসার-ভিডিপি, রোভার স্কাউটস ও বিএনসিসি পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও পরীক্ষার্থী ও অভিভাবকদের যেকোনো প্রয়োজনে প্রশাসন সর্বাত্মক সহায়তা দিয়েছে।”
ইএইচ