Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

পবিপ্রবিতে শিক্ষার্থী হেনস্তা: প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৫, ০৪:৪৬ পিএম


পবিপ্রবিতে শিক্ষার্থী হেনস্তা: প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক কর্মকর্তা কর্তৃক নারী শিক্ষার্থীকে হেনস্তা এবং বাস ড্রাইভার কর্তৃক শিক্ষার্থীদের সাথে অসদাচরণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

রোববার দুপুর ১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় এ প্রতিবাদ মিছিল।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৮ দফা দাবি পেশ করে। দাবিগুলোর মধ্যে ছিল—কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তাদের অসদাচরণের তদন্ত, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাস স্টাফদের দুর্ব্যবহারের তদন্ত, টাকার বিনিময়ে বহিরাগতদের বাসে যাতায়াতের সুযোগ বন্ধ, এবং ‘ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স’ পদ সৃষ্টি ও কার্যকর করার দাবি।

আইন ও ভূমি প্রশাসন অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থী অমিয় জামান বলেন, “গতকাল আমাদের একজন নারী শিক্ষার্থীর সঙ্গে একজন কর্মকর্তা বাজে ব্যবহার করেছেন এবং বাস থেকে নামিয়ে দিয়েছেন। এছাড়া বাস স্টাফরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেন, যার প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করেছি।”

ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী ফাতেমা জাহান মেঘলা বলেন, “বাসে প্রায়ই সিট সংকট থাকায় আমরা দাঁড়িয়ে যাতায়াত করি, অথচ স্টাফরা টাকার বিনিময়ে বহিরাগতদের সিটে বসিয়ে নেয়। এসবের প্রতিবাদ করলেই আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “তোমাদের সকল দাবিই যৌক্তিক। আমরা দীর্ঘদিন ধরেই এসব অভিযোগ শুনে আসছি। অতি দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি এবং সর্বাত্মক সহযোগিতা করেছি। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, গত ১২ এপ্রিল (শনিবার) পটুয়াখালী থেকে ক্যাম্পাসগামী বাসে এক নারী শিক্ষার্থী ও ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠে। একই দিন বাবুগঞ্জ থেকে ক্যাম্পাসগামী আরেকটি বাসের ড্রাইভারের বিরুদ্ধেও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের অভিযোগ পাওয়া যায়।

ইএইচ

Link copied!