Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

সংহতি জানাতে ইবিতে মুজিবের ভাঙা ম্যুরালে ফিলিস্তিনের পতাকা

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৫, ০৯:৫২ পিএম


সংহতি জানাতে ইবিতে মুজিবের ভাঙা ম্যুরালে ফিলিস্তিনের পতাকা

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের পড়ে থাকা ভাঙা জরাজীর্ণ ম্যুরালে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা টাঙানো হয়েছে।

রোববার চলমান নির্যাতিত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে Solidarity with Palestine কর্মসূচির অংশ হিসেবে এই পতাকা টাঙানো হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে ইবি শিবির সভাপতি বলেন, "গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্রশিবিরের কেন্দ্রঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা Solidarity with Palestine কর্মসূচি পালন করছি। আমাদের হৃদয়ে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য গভীর সহানুভূতি রয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই বর্বরতা বন্ধের দাবি জানাচ্ছি।

এই পতাকা উত্তোলন কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি। আমরা বিশ্বাস করি, বিশ্ব জনমত একদিন ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করতে বাধ্য করবে এবং ফিলিস্তিনের মানুষ তাদের স্বাধীনতা ফিরে পাবে।"

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত না। হয়তো চলমান ইস্যুতে শিক্ষার্থীরা টানিয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা দেশত্যাগের পর অর্থাৎ গণঅভ্যুত্থানের দিন (৫ ই আগস্ট) মুজিব ম্যুরালটি ভেঙে ফেলে উত্তেজিত শিক্ষার্থীরা। এর পর থেকে জরাজীর্ণ অবস্থা পড়ে আছে ম্যুরালটি।

ইএইচ

Link copied!