ববি প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০৮:২৮ পিএম
ববি প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫, ০৮:২৮ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে তার বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যকে ক্ষমা চেয়ে অধ্যাপক মুহসিন উদ্দিনকে তার স্বপদে বহাল করার আহ্বান জানান।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা ন্যায়ের পক্ষে কথা বললেই শিকলে আবদ্ধ হয়ে যাই। আমাদের শিক্ষক যখন ন্যায়ের পক্ষে কথা বললেন, তখনই তাকে নিয়মবহির্ভূতভাবে সরিয়ে দেওয়া হলো। তাকে স্বৈরাচার আখ্যা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
ইংরেজি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী আতিক আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, “আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, উপাচার্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের শিক্ষককে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
ইএইচ