Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

জাবিতে খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, প্রশংসিত সিওয়াইবি

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৫, ০৮:১৪ পিএম


জাবিতে খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, প্রশংসিত সিওয়াইবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন কনজ্যুমারস ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

সাম্প্রতিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ‘শান্ত ভাইয়ের হোটেল’-এ খাবারের মান ও দামের অসঙ্গতির অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি দোকানকে মান ও দামের বিষয়ে সতর্ক করে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

সিওয়াইবি জাবি শাখার সাধারণ সম্পাদক হুসনী মোবারক বলেন, “আমি আমার কাজটিকে দায়িত্ববোধ ও আল্লাহর সন্তুষ্টির জন্য করি। নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে দোকানগুলো মনিটরিং করে বিভিন্ন অসংগতি তুলে ধরার চেষ্টা করি। সামনে আরও কার্যক্রম পরিচালিত হবে। প্রশাসন সহযোগিতা করলে আমরা এ ধরনের অনিয়ম দূর করতে পারব ইনশাআল্লাহ।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মোতাছিম বিল্লাহ বলেন, “সুস্থভাবে পড়াশোনা চালিয়ে যেতে হলে স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। সেই সঙ্গে খাবারের দামও সহনীয় হওয়া জরুরি। সিওয়াইবি নিয়মিত তদারকির মাধ্যমে খাবারের মান ও দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক।”

ইএইচ

Link copied!