Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

রাবিতে খাবারের দাম-মান যাচাইয়ে সিওয়াইবি’র অভিযান, মিলেছে অনিয়ম

রাবি প্রতিনিধি

রাবি প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৫, ০২:৪৫ পিএম


রাবিতে খাবারের দাম-মান যাচাইয়ে সিওয়াইবি’র অভিযান, মিলেছে অনিয়ম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দোকানগুলোতে খাবারের মান ও দাম যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এ অভিযানে বিশ্ববিদ্যালয় প্রশাসনও সহযোগিতা করেছে।

এই অভিযানটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে টুকিটাকি চত্বর, একাডেমিক ভবনের আশপাশের দোকানগুলোতে সম্পূর্ণ পর্যবেক্ষণ ও তদারকি করার মাধ্যমে শেষ হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ, প্রফেসর ড. মুহা. বিলাল হুসাইন এবং পুলিশের একটি টিম।

দ্বিতীয় দিনের অভিযানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, নির্ধারিত মূল্যতালিকা উপেক্ষা করে অতিরিক্ত দামে চা ও খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ কেক, বিস্কুট ও রুটি বিক্রি, জুস তৈরির ক্ষেত্রে অপরিশোধিত ও অস্বাস্থ্যকর পানি ব্যবহার, এবং পচা-বাসি খাবার বিক্রি করা।

এই সময়, মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয় এবং পুনরায় বাজারজাত না করার ব্যাপারে কঠোর হুশিয়ারি প্রদান করা হয়। পচা খাবার নষ্ট করে ফেলতে বলা হয় এবং জুস বিক্রেতাদের পানি পরিবর্তন করে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এরকম অনিয়ম পুনরায় দেখা গেলে ভোক্তা অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিওয়াইবি রাবি শাখার সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, "আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিরাপদ খাদ্য ও একটি ভোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে। প্রশাসনের সহযোগিতায় আজকের অভিযানে আমরা যেসব অনিয়ম পেয়েছি, তা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের বিষয়ে দোকানদারদের অবগত করেছি। প্রমাণ সংগ্রহ করা হয়েছে, যাতে ভবিষ্যতে আইনানুগ পদক্ষেপ নেওয়া যায়।"

তিনি আরও বলেন, "ভোক্তার অধিকার নিশ্চিত করা তার মৌলিক অধিকার, আর তা নিশ্চিত করতে হলে প্রথমেই দরকার ভোক্তার সচেতনতা। সচেতনতা ছাড়া অনিয়ম বন্ধ হবে না।"

ইএইচ

Link copied!