জাবি প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৫, ০২:০৭ পিএম
জাবি প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৫, ০২:০৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের দুই সহযোগী অধ্যাপকের শিক্ষা ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলাফল জালিয়াতি, শিক্ষার্থীদের হেনস্তা, নারী শিক্ষার্থীদের হয়রানি, ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ এবং পরীক্ষায় উদ্দেশ্যমূলকভাবে নম্বর কেটে দেওয়ার মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস ও সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রায় ৯০ দিন ধরে টানা আন্দোলন করে আসছিল।
গত ১৭ মার্চ সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দুই শিক্ষকের শিক্ষা ছুটি বাতিল করে ১৫ দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০২৩ সালের জুলাই মাসে আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে গঠিত সেলে তাপস কুমার দাসের নেতৃত্বে অদক্ষ আইনজীবী নিয়োগ দিয়ে জামিন প্রক্রিয়ায় বিলম্ব ঘটানো হয়, যদিও দক্ষ জাবিয়ান আইনজীবীরা তৎকালীন সময়ে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ক্লাস বর্জন ও নানা কর্মসূচির মাধ্যমে দুই শিক্ষকের চাকরিচ্যুতির দাবি জানিয়ে আসছিলেন। তাদের আশঙ্কা, অভিযুক্ত শিক্ষকরা পুনরায় দায়িত্বে ফিরলে বিশ্ববিদ্যালয়ে পূর্বের মতো অনিয়ম-অবিচার চালিয়ে যেতে পারেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, "তাদের ১৫ দিনের মধ্যে কর্মস্থলে ফিরে আসতে বলা হয়েছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে প্রশাসন আবারও সতর্কবার্তা দিতে পারে কিংবা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করতে একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে, যারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
ইএইচ